পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। খবর জিও নিউজের।
সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার পাকিস্তানি রুপি করার ঘোষণা দেন।
ইমরান প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘শুধু কথাতেই যদি দেশ এগোতো, তাহলে পিটিআই আমলেই আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশের সারিতে থাকতাম।’
শাহবাজ আরো বলেন, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের আগের সরকারের প্রভাব ধুয়ে ফেলতে হবে। পাকিস্তানকে একটি ‘বিনিয়োগ স্বর্গ’ হিসেবে গড়ে তুলতে ব্যবস্থা নেওয়া হবে।’
I was extremely pleased to discover this page. I want to to thank you for ones time due to this wonderful read!! I definitely appreciated every part of it and I have you bookmarked to look at new information on your web site.