বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নন্দিত গীতিকবি মিলন খানের আজ শুভ জন্মদিন ভালোবাসি তোমায় সিনেমার ক্যামেরা ক্লোজ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তৌহিদ সভাপতি, সম্পাদক সোহাগ, সাংগঠনিক ফারুক গানের হাট অডিও স্টুডিও এর শুভ উদ্বোধন হলো চলচ্চিত্রে অনুদানের অজুহাতে রাষ্ট্রীয় অর্থের হরিলুট: সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী গান বাজনা সম্পর্কে কিছু কথা প্রসঙ্গ শুভ্র দেবের একুশে পদকঃ ফরিদুল আলম ফরিদ শেখ কামাল হোসেন এর কথা ও সুরে, চম্পা বণিক এর গাওয়া ‘একুশ মানে’ শিরোনামের গানটি আজ রিলিজ হলো নোয়াখালীতে প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাংবাদিকের মামলা, তদন্তে পিবিআই ‘দম’ সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক রেদওয়ান রনি

নন্দিত গীতিকবি মিলন খানের আজ শুভ জন্মদিন

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

সময়টা ১৯৮৮। ‘ময়না’ তখন তুমুল জনপ্রিয়। এই ‘ময়না’ হচ্ছে প্রয়াত কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম হিট গান। অসাধারণ ছন্দময় গানটি লিখেছিলেন নন্দিত গীতিকবি মিলন খান। আর এই ‘ময়না’ দিয়েই বাংলাদেশের সঙ্গীত জগতে গীতিকবি মিলন খানের পথচলা শুরু। এরপর আরও কতো কতো গান যে তিনি উপহার দিয়েছেন, সেই তালিকা অনেক দীর্ঘ।

জন্ম থেকেই পদ্মা মেঘনার মিলনরেখায় প্রমত্ত ঢেউয়ের খেলা দেখেছেন মিলন, দেখেছেন ডাকাতিয়ার নিরবধি বয়ে চলা। পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার শহর চাঁদপুরেই তার জন্ম এবং বেড়ে ওঠা। চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাসান আলী স্কুল থেকে এসএসএসি, উচ্চ মাধ্যমিক পড়েছেন চাঁদপুর কলেজে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি (এজি) সম্মান পাস করেন। তারপর ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং)। পাস করার পর প্রথম চাকরি চাঁদপুরের আশেক আলী খান কলেজে, প্রভাষক (কৃষি) হিসেবে। ১৯৯৫ থেকে তিন বছর শিক্ষকতা করেছেন।

১৯৯৮ থেকে পুরোপুরি মন দেন লেখালেখিতে. গানের ভূবনে। ২০০২ থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত এটিএন মিউজিকে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ২০০৮ থেকে ২০১১, আড়াই বছর শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিজনেস ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ছিলেন।

এ পর্যন্ত সহস্রাধিক গান রচনা করেছেন মিলন খান। অডিও, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র- সবখানেই তার পদচারণা। দেশবরেণ্য প্রায় সব শিল্পী তার লেখা গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-ময়না (আইয়ুব বাচ্চু), ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি, পাথর কালো রাত, তুমি নীলাকাশ, গাছের পাতার মতো ( তপন চৌধুরী), সাদা কাগজের পাতায় পাতায় লিখে, এই সেই বুকের জমিন (শুভ্র দেব), বিরহী প্রহর, নিতাইগঞ্জে জমছে মেলা ( ডলি সায়ন্তনী), মেঘের পালকি, ভুল গাঙে, বড়ো কঠিন এ দুনিয়া (সৈয়দ আবদুল হাদী), সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, আকাশ থেকে চেয়ে নিবো চাঁদের নীল টিপ ( রবি চৌধুরী), নীল জোনাকি, ভুলে যাও বন্ধু ( এন্ড্রু কিশোর), কারো কথাতে তুমি কান দিওনা মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি ( আসিফ আকবর), সূর্যের আগুনে পুড়িনি আমি, গতকাল ও জানতাম তুমি শুধু আমার ( মনির খান) এবং আজ আকাশের মন ভালো নেই, কোনো অভিযোগ ছিলো না আমার, জীবন আমার নাটকের মতোন, ফুলে ফুলে সাজিয়ে দিও আমার চতুর্দোলা, আমি আমার দুঃখগুলো কোন ব্যাংকে দিবো জমা (এস ডি রুবেল) সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হয়েছে মিলন খানের লিখা, মেঘনা পারে যাবো নারে, গাইবো না আর গান।

আজ এই নন্দীত গীতিকবি, শত শত শ্রোতাপ্রিয় গানের জনক এর শুভ জন্মদিন। গীতিকবিকে জনতার নিঃশ্বাস এর পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
April 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031