সুখবর….. সুখবর…… সুখবর…..১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে প্রো অ্যাকটিভ হাসপাতালে চালু হয়েছে প্রো অ্যাকটিভ ক্যান্সার সেন্টার। দেশ বরেণ্য অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলায় এই প্রথম ক্যান্সার আক্রান্ত- বিশেষত নাক, কান, গলা রোগ এবং হেড-নেক ক্যান্সার, হেমাটো অনকোলজিস্ট, অর্থ অনকোলজিস্ট এবং গাইনো অনকোলজিস্ট স্ব-স্ব বিষয়ের বিভিন্ন ক্যান্সার রোগের চিকিৎসা করবেন প্রো অ্যাকটিভ হাসপাতাল নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাহেবপাড়া।