বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত “প্রশান্তির মিলনমেলা”র ভ্যানু পরিবর্তন হয়ে এখন মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্টে। ঢাকার খুব কাছে গাবতলি – হেমায়েত পুরের মাঝখানে – রাজমহল রিসোর্ট। আছে সুইমিংপুল, প্রশস্ত খেলার মাঠ, বিশাল বাগানসহ আকর্ষণীয় অনেক কিছু । আনন্দে মাতোয়ারা থাকবে সারাদিন, রাজকীয় পরিবেশ- রাজমহল রিসোর্টে।
যদিও এই ‘প্রশান্তির মিলনটি ১৮ জানুয়ারী অর্থাৎ আগামীকাল হওয়ার কথা ছিলো গাজীপুরের কায়সার কটেজ এ, কিন্তু সময় বিবেচনা ও আনন্দঘন পরিবেশ আরো সুন্দর করার জন্য ভ্যানু পরিবর্তন করা হয়েছে বলে বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার জানান।সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এই কামনায় সকল সদস্য ও অতিথি বৃন্দেন আগমনের অপেক্ষায়।
বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত প্রশান্তির মিলনমেলায় বাংলাদেশের মিডিয়ার সকল শাখার শিল্পী ও কলাকুশলীগণ অংশগ্রহণ করবেন বলে জানান, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন অটু, তিনি আরো বলেন, বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব একটি মিডিয়ার সকল শাখার সকল সদস্যদের সমন্বিত প্রচেষ্টার একটি সংগঠন বা ক্লাব, সকলের উপস্থিত কামনা করছি।
বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত “প্রশান্তির মিলনমেলা”র টি়িডি মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও চ্যানেল এস, প্রিন্ট ও অনলাইন পার্টনার দৈনিক বাংলাদেশ সমাচার ও জনতার নিঃশ্বাস, রেডিও পার্টনার পিপলস রেডিও।