মধ্যপ্রদেশের জবলপুর বিভাগের পান্ধুর্না জেলার বোরগাঁও গ্রামের ছেলে মঙ্গেশ যাদব এবার খেলবেন আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। মাত্র ২৩ বছর বয়সি এই তরুণ পেসার আইপিএল ২০২৬ মিনি নিলামে ৫ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি হিসেবে যার পরিমাণ ৭ কোটি টাকারও বেশি) আরসিবির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
নিলামে মঙ্গেশ যাদবের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি। তবে তার গতি, নিখুঁত লাইন-লেংথ এবং ডেথ ওভারে নিয়মিত ইয়র্কার করার দক্ষতায় মুগ্ধ হয়ে একাধিক দল দর হাঁকায়। শেষ পর্যন্ত প্রায় ১৭ গুণ বেশি দামে তাকে দলে নেয় আরসিবি।
এবার একই ড্রেসিংরুমে থাকবেন বিরাট কোহলি, ফিল সল্ট, জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটাররা, যা মঙ্গেশের জন্য নিঃসন্দেহে বড় অর্জন।
সংগ্রামী জীবন থেকে উঠে আসা এই ক্রিকেটারের গল্প অনেকেরই অনুপ্রেরণা। মঙ্গেশের পরিবার এখনো মাসে ১ হাজার ২০০ রুপি (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬০০ টাকা) ভাড়ার একটি ঘরে থাকে। তার বাবা পেশায় একজন ট্রাকচালক।
পরিবারের আর্থিক অবস্থার কারণে ক্লাস ১২-এর পর পড়াশোনা ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে।
ভালো সুযোগের আশায় তিনি পাড়ি জমান নয়ডায়। সেখান থেকেই শুরু হয় তার ভাগ্য বদলের লড়াই। মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগে গ্বালিয়র চিতাদের হয়ে ২১ ওভারে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন মঙ্গেশ।
এরই ধারাবাহিকতায় সুযোগ পান মধ্যপ্রদেশ সিনিয়র দলে এবং চলমান সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করেন টি-টোয়েন্টি অভিষেক।
টুর্নামেন্টের সুপার লিগ পর্বে কয়েকটি ম্যাচে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ১২ বলে ঝোড়ো ২৮ রানও করেন তিনি।
আইপিএল নিলামে তার নির্বাচনের খবরে পান্ধুর্না থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের বোরগাঁও গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
মিডল ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত মঙ্গেশ যাদবকে ভবিষ্যতের সম্ভাবনাময় পেসার হিসেবে দেখছেন ভারতের সাবেক তারকারা।