আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করাতে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড- আরইবি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
প্রচারণার অংশ হিসেবে আগামী ০৭ ফেব্রুয়ারির মধ্যে- বোর্ডের ৩.৭২ কোটি গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেয়া । লিফলেট পৌঁছে দেবার সময় গ্রাহকের কাছে হ্যাঁ ভোট দেবার যৌক্তিকতা তুলে ধরা। ১৮ লাখ প্রিপেইড গ্রাহকদের নিয়ে অঞ্চল ভিত্তিক বৈঠক । প্রত্যন্ত পল্লীর জনসাধারণের মাঝে ‘হ্যাঁ’তে কেন ভোট দেবেন, তা জানাতে মাইকিং । দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেইসবুক পেইজে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা। দেশব্যাপী আরইবি ভবনসমূহে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন।
সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের মানুষ রক্তের অক্ষর দিয়ে লিখেছে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না, তারা একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ চায় যেখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আর এটা চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। এবং জুমে আরইবির মাঠ পর্যায়ের ৪১৭ জন জিম-ডিজিএম যুক্ত হন।