লা লিগার মাঠে রিয়াল মাদ্রিদ আবার জয়ের ধারায় ফিরেছে। সেভিয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে প্রথম গোল করেন জুড বেলিংহাম। নির্ধারিত সময়ের শেষ দিকে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে এক মৌসুমে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে পৌঁছালেন।
রিয়াল এখন ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বার্সেলোনা শীর্ষে আছে ৪৩ পয়েন্ট নিয়ে, তবে এক ম্যাচ বেশি খেলে। সেভিয়া ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।