শিগগির শুরু হতে যাচ্ছে মমতাজ মেহেদী মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫। আয়োজক প্রতিষ্ঠান স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান জানান সফল চারটি সিজন সমাপ্তের পর দেশের সেরা গ্ল্যামারাস নারী ও পুরুষ তৈরি করার এই আয়োজন এবার ফিরছে আরও বড় ও জমকালো পরিসরে। বাহ্যিক এবং ভেতরগত সৌন্দর্য বর্ধন, মননচর্চা ও শিল্পের সমন্বয়ে যুগোপযোগী মেধা নির্মানই এই আয়োজনের মূল উদ্দেশ্য। যার ছাপ ইতিমধ্যেই রেখেছেন বিগত চারটি আয়োজন থেকে উঠে আসা দু’শোর বেশি অংশগ্রহণকারী। নিজ পেশা ছাড়াও বিনোদনজগতের বিভিন্ন ক্ষেত্রে সাবেক অংশগ্রহণকারী বিশেষ করে বিজয়ীরা উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন যা আমাদেরও অনুপ্রাণীত করেছে নতুন সিজন শুরু করবার জন্য। বরাবরের মত এবারও আয়োজনটির মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে মমতাজ মেহেদী।
শনিবার ঢাকার নিকেতনে প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে প্রচারের মাধ্যমে মমতাজ মেহেদী মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫ এর রেজিস্ট্রেশন শুরু হল। আগ্রহীরা আয়োজক প্রতিষ্ঠান স্টার মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজ কিংবা ০১৭১৭-৯৮৮৫৮৮ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন বলে জানান সোহেল আফসান।