মাসুদ রেজা শিশির: রাজবাড়ী কালুখালী উপজেলার সাওরাইল ও মৃগী ইউনিয়নে ১৫০, বালিয়াকান্দি উপজেলার ৭৫ এবং, মাগুরার শ্রীপুর ও এর আশেপাশের ইউনিয়নের ৭৫ জন সহ সর্বমোট ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার রহমাতুনেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে পাতুরিয়া ও আশপাশ এলাকার দরিদ্র অসহায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ শীত বস্ত্র বিতরন অনুষ্ঠিত।
শীতবস্ত্র বিতরণ করা কালে উপস্থিত ছিলেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যাবস্থাপক আবু সোলায়মান, ফাউন্ডেশের সদস্য ডা: গোলাম নবী, আমজাদ হোসেন মাষ্টার, আড়াবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা রফিকুল ইসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
রহমাতুনেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।