চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ঢেমশার (উত্তরমাথা, মেইনরোড) সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের পার্কির এলাকার চারটি খাবার চা-কফির দোকানে গায়ের মূল্যের দ্বিগুন বা তারও বেশী দাম রাখা হয়।
ব্যবসায়ীদের দাবী- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত পরিবহনগুলোর কোম্পানি বা স্টাফদের মাসিক চুক্তিতে মোটা অংকের টাকা দিতে হয়। না হলে তারা এখানে যাত্রীদের জন্য বিরতীর সময় গাড়ী রাখা হয়না। ব্যবসা টিকিয়ে রাখতে পরিবহন স্টাফদের সাথে চুক্তি করে যাত্রাবিরতী করানো হয়।
সরেজমিনে দেখা যায়, এসব দোকানগুলোতে বাড়তী দামে প্রতিটি পণ্য বিক্রি করা হচ্ছে। সাধারণ যাত্রী বা ভোক্তারা প্রতিবাদ করেও কোনো ফল হয় না। উল্টো হয়রানি হতে হয়। এক প্রকার বাধ্য হয়ে বাড়তী দাম পরিশোধ করতে হচ্ছে।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) বিকালে এক ঘন্টায় স্টার লাইন, আইকনিক এক্সপ্রেস, একে ট্রাভেলস, সৌদিয়া, তিশা ও শ্যামলী পরিহনের ৭ টি গাড়ী ২০ থেকে ৪০ মিনিট যাত্রাবিরতী দিয়েছে। এসময় যাত্রীরা নেমে এসব দোকান থেকে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য কিনে বাড়তী দাম দিতে হচ্ছে।
সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টেও বাড়তী দাম রাখা হয় বলে সাধারণের অভিযোগ। পরিবহন স্টাফরা ১০০ টাকার বিনিময়ে কয়েকজন মিলে খেতে পারে, অন্যদিকে, যাত্রীরা একজনের বিল হচ্ছে হাজার টাকারও বেশী। যাত্রীদের সঙ্গে প্রতারণার করে বাড়তি অর্থ আদায়ের বিষয়ে সি-ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজী হননি।