বালিয়াকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সৈকত সিরাজ এর সভাপতিত্বে আজ উপজেলা সদর প্রাঙ্গণে বালিয়াকান্দি উপজেলার সকল মসজিদের ইমাম সাহেবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা হারুন অর রশিদ হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহবায়ক ক্বারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ইউনিয়নের ইমাম সাহেবগণ তাঁদের দাবি-দাওয়া ও নানা সমস্যা তুলে ধরেন। ইমামদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জননেতা হারুন অর রশিদ হারুন।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম সাহেবদের সকল সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইমামগণ যখনই আমার সহযোগিতা চাইবেন, আমি পাশে থাকব। দেশের ইমামদের জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক ইমাম ৪ থেকে ৬ হাজার টাকার অল্প বেতনে জীবিকা নির্বাহ করেন, যা দিয়ে পরিবার চালানো অত্যন্ত কষ্টকর। বিএনপি সরকার গঠিত হলে তাঁদের জন্য সম্মানজনক ও টেকসই বেতনের ব্যবস্থা করা হবে।
হারুন অর রশিদ হারুন দূরদূরান্ত থেকে আসা ইমামদের কষ্টের কথাও উল্লেখ করেন এবং যেসব ইমাম পরিবার থেকে দূরে থেকে একা অবস্থান করেন, তাঁদের জন্য আবাসনের ব্যবস্থার আশ্বাস দেন।
সভাপতি সৈকত সিরাজ ইমামদের অনুরোধ করেন তাঁদের সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে, যাতে পরবর্তীতে সেগুলো দলীয়ভাবে পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া যায়।
তিনি বলেন, ইমামগণ সমাজের নৈতিক দিকনির্দেশক। তাঁদের জীবনমান উন্নয়নে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন একসঙ্গে কাজ করবে।