শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আজ থেকে ‘সোনার চর’ এর স্যুটিং শুরু গাজীপুরে

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

আজ বুধবার থেকে সোনার চর নামে সিনেমার শুটিং শুরু করবেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। গাজীপুর জেলার একটি গ্রামে শুটিং চলবে টানা ১৫দিন।
মৌসুমী বলেন, সিনেমার জন্যই এত মানুষের ভালোবাসা পেয়েছি। বিরতি শেষে শুটিংয়ে ফিরে ভালো লাগছে।
সোনার চর সিনেমাটি পরিচালনা করবেন ‘মাতৃত্ব’ খ্যাত চিত্র নির্মাতা জাহিদ হোসেন। সোনার চর গ্রামীণ গল্পের সিনেমা। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত সোনার চর সিনেমার প্রেক্ষাপট। গ্রামের নানা চিত্র ও একটি ভালোবাসার গল্প উঠে আসবে এই সিনেমায়।
সোনার চর সিনেমায় মৌসুমী অভিনীত চরিত্রের নাম ময়মুন। এই সিনেমায় ওমর সানী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। মৌসুমী বলেন, আমি সব সময় গল্প ও চরিত্রের ওপর জোর দেই। এখনো সেটা অব্যাহত আছে।
এক্সেল ফিল্মস এর স্বত্তাধিকারী জাহাঙ্গীর সিকদার প্রযোজিত সোনার চর সিনেমা ভন্ডপীরের চরিত্রে অভিনয় করবেন বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার। এছাড়াও এই চলচ্চিত্রে আরো অভিনয় করবেন শক্তিমান অভিনেতা শহিদুজ্জামান সেলিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী শবনম পারভীন, শাওন আশরাফ, পাপিয়া মাহি।
চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন বলেন, গাজীপুরে ১৫ দিনের প্রথম লটের শুটিং শেষে সোনার চর সিনেমার শুটিং করবো ভোলার কোনো একটি চরে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর