জাকির হোসেন রাজুর পরিচালনায় নতুন এ জুটির সিনেমাটির নাম ‘চাদর’। বৃহস্পতিবার দুপুরে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন সাইমন-বুবলী। এসময় পরিচালক জাকির হোসেন রাজু নিজেও উপস্থিত ছিলেন।
সাইমন-বুবলী ছাড়াও এতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু এবং মনিরা মিঠু প্রমুখ। তারাও চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক জাকির হোসেন রাজু জানান, গল্পের প্রয়োজনে সাইমন ও বুবলীকে নিয়েছেন। যেহেতু সরকারী অনুদানের সিনেমা তাই এই সিনেমার প্রতি তার দায়বদ্ধতা একটু বেশি। বলেন, সবসময় দেশ ও জাতির সামনে ইতিবাচক বিষয় তুলে ধরি। এবারও তার ব্যতিক্রম হবে না।
সাইমন বলেন, জাকির হোসেন রাজু আমার ওস্তাদ। তার ছবিতে কাজ করতে যাওয়া আমার জন্য স্পেশাল। দীর্ঘদিন পর আবারও গুরু-শীর্ষ একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এফডিসিকে আমি ধন্যবাদ জানাই তাদের পরিকল্পনায় আমাকে রাখার জন্য এবং চমৎকার এই কাজে আমাকে যুক্ত করার জন্য।
‘চাদর’ সিনেমার মাধ্যমে প্রায় ৩৫ বছর পর আবারও সিনেমা প্রযোজনা করছে এফডিসি। এর আগে গোলাপি এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, এমিলের গোয়েন্দা বাহিনীসহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছিল প্রতিষ্ঠানটি।
২০২১-২২ অর্থ বছরে সিনেমায় সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর বাইরে নতুন দুটি সিনেমার নাম জানা যায়। ৭০ লাখ অনুদান পাওয়া জাকির হোসেন রাজুর চাদর, অন্যটি ৭৫ লাখ পাওয়া দীপঙ্কর দীপনের ‘আকাশ যুদ্ধ’।