শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘আজীবন সম্মাননায়’ ভূষিত হচ্ছেন ডলি জহুর, চঞ্চল মাহমুদ ও মুনমুন আহমেদ বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ অভিনেত্রী কান্তা বৃষ্টি’র মিডিয়ার পথ চলা দীর্ঘদিন পরে মঞ্চ নাটকে কৌতুক অভিনেতা উত্তম অধিকারী মেহেন্দিগঞ্জে ব্যারিষ্টার এ এম মাছুম এর দেওয়া সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত কৃতি শিক্ষার্থীরা ব্যারিষ্টার এ. এম মাছুম এর মহতি উদ্যােগে মেহেন্দিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কারের আয়োজন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হউন মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় ড. শাম্মি আহমেদ নাট্যজন শ্যামল অধিকারী পদক অনুষ্ঠান ও দুই বাংলার কবিদের মিলনমেলা জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

শেখ কামাল হোসেন এর কথা ও সুরে এবারের ঈদে আসছে ৪টি নতুন গান

মাসুদ রানা জয়
  • প্রকাশ সময়ঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪০৭ বার পড়া হয়েছে
ফোকশিল্পী শাহনাজ বাবু

মাসুদ রানা জয়ঃ শেখ কামাল হোসেন এর কথা ও সুরে এবারের ঈদে আসছে ৪টি নতুন গান। সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ডিং ও ভিডিও স্যুটিং সম্পন্ন হয়েছে। “জোড়াতালির জীবন” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় ফোকশিল্পী শাহনাজ বাবু, “তোর পিরিতে জীবন দেবো” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন সঙ্গীত পরিচালক শাহিন কামাল, “প্রয়োজনে প্রিয়জন” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন নবীন কন্ঠশিল্পী সুমি হায়দার। এই গান তিনটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহিন কামাল। “আকাশের মন ভালো নেই” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী ঝুমুর রায় এবং এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শেখ মিলন।

চারটি গানের অডিও রেকর্ডিং শেষ করে সম্প্রতি ঢাকার পূর্বাচল ৩০০ ফিট রাস্তার বিভিন্ন মনোরম লোকেশনে এর ভিডিও ধারণ করা হয়। ভিডিও ধারণে উপস্থিত ছিলেন গীতকার, সুরকার শেখ কামাল হোসেনসহ চারটি গানের চারজন শিল্পী। চিত্রধারণ করেছেন নূর আলম সিদ্দিকী, ভিডিও পরিচালনায় ছিলেন নির্মাতা ফরিদুল আলম ফরিদ। সহযোগিতায় ছিলেন, রানাজয়, আঃ রহিম ও আবির।

এবারের ঈদ উল আজহা উপলক্ষে গানগুলো ভিডিও আকারে প্রকাশিত হবে শেখ ভিশন মিউজিক ইউটিউব চ্যানেলে এবং শেখ ভিশন ফেসবুক পেইজ এ।

গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী শেখা কামাল হোসেন

শেখ ভিশন মিউজিক এর কর্ণধার, গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী শেখ কামাল হোসেন বলেন- বর্তমান বাংলাদেশের সঙ্গীত অপসংস্কৃতির ভিড়ে হারিয়ে যাচ্ছে। সুস্থধারার গান দেখা যায় খুব কম। তাই এই ঈদকে সামনে রেখে ৪টি গান তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি ভালো কিছু করার, বাকিটা আপনাদের উপর। ভালো গান শুনবেন, ভালো গানের সাথে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আপনাদের ভালোবাসা পেলে আমার ভালোকিছু করার প্রত্যাশা আরো বেড়ে যাবে। অপসংস্কৃতির হাত থেকে মিডিয়াকে রক্ষা করেতে শুধু শ্রোতারাই পারেন, আমরা শুধু সাপোর্ট দিয়ে যেতে পারবো।

কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শাহিন কামাল

তিনটি গানের সঙ্গীত পরিচালনার পাশাপাশি ও একটি গানে কন্ঠ দিয়েছেন শাহিন কামাল, গানগুলো সম্পর্কে তিনি বলেন, আমরা চাই আমাদের সংস্কৃতির ধারাকে পুরো বিশ্ববাসীর কাছে পৌছে দিতে। হেলে দূলে, নেচে গেয়ে আবার কখনো ভাব সংগীতের গভীরে ডুবে আদি সত্বার সাথে গভীর একাত্নতায় মিশে যাওয়ার যে আকুলতা, তা আমাদের সংগীতের আদি ঐতিহ্য।

শেখ ভিশন মিউজিক চ্যানেল এই ধারাকে সামনে রেখেই হাটিহাটি পায়ে এগিয়ে যাচ্ছে। এই চ্যানেলের প্রতিটি গান অত্যন্ত নিখুঁত কথার গাথুনিতে পরিপূর্ণ। এই চ্যানেলের কর্ণধার শেখ কামাল হোসেন ভাই দিনরাত অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি গানের সৃষ্টি পর্বে। আশা করি গান গুলো শ্রোতাদের মনে অমলিন হয়ে থাকবে।

ফোকশিল্পী শাহনাজ বাবু

‘জোড়াতালির জীবন’ শিরোনামের গানটি গেয়েছেন ফোকশিল্পী শাহনাজ বাবু। এই গানটি সম্পর্কে তিনি বলেন, শেখ কামাল হোসেন ভাই লেখা গান এই প্রথম গাইলাম, অনেক সুন্দর তাঁর লেখনি। কথা ও সুর আমার প্রচন্ড ভালো লেগেছে, সেই সাথে তাঁর মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। অডিও রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও স্যুটিং পর্যন্ত আমরা সবাই এনজয় করেছি। সত্যিই এমন কাজের সাথে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ভিডিও নির্মাতা ফরিদ ভাই বেশ যত্ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন। এর আগেও তিনি আমার অনেক গানের ভিডিও নির্মাণ করেছেন। গানটি অবশ্যই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। অনেক গানের ভীরে এবারের ঈদের এই গানটি সবার মনে দাগ কেটে যাবে ইনশাল্লাহ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
September 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031