রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে মোটর পাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে মারধর করা হলে রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহিন শেখ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে। এ ঘটনায় নিহত তরুণের মামা কালাম মোল্লা আজ শনিবার ভোরে রাজবাড়ী সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

রাজবাড়ী সদর থানার পুলিশ গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রাজাপুর মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০)।

স্থানীয় লোকজন বলেন, কয়েক দিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ি থেকে একটি মোটর পাম্প চুরি হয়। এতে শাহিন শেখকে সন্দেহ করা হয়। গতকাল সন্ধ্যার দিকে সালিসের কথা বলে শাহিন শেখকে শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরে জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে এজাহারভুক্ত আসামিরা তাঁকে বাঁশের লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
নিহত তরুণের মামা কালাম মোল্লা বলেন, পিটুনিতে শাহিনের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সবাই তাঁকে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, চুরির অভিযোগে শাহিন শেখকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয়। ঘটনার পর রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।