বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’ নির্বাচনের ফল প্রকাশ জনতার নিঃশ্বাস পরিবার আলিফ নয়, আগামীকাল বালাকের সাথে অনন্যার বিয়ে ১৬ই ডিসেম্বর থেকে প্রো অ্যাকটিভ হাসপাতালে চালু হয়েছে প্রো অ্যাকটিভ ক্যান্সার সেন্টার খুলনা সমিতি ঢাকার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত সরকারের আস্থা যাচাইয়ে গণভোট এখন সময়ের দাবি: সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ টাঙ্গাইলে ‘ভিসতা কৃষক-বিনোদন’ অনুষ্ঠানের চিত্র ধারণ আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট ‘৮৪০’, বললেন নির্মাতা ফারুকী রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: মনোনয়নপ্রাপ্তরা

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: মনোনয়নপ্রাপ্ত সেরা আট অভিনেতা

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।

সেরা অভিনেতা (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)

সেরা অভিনেতা (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
অপূর্ব–গোলাম মামুন l

ইয়াশ রোহান–ইতিবৃত্ত l

জোভান–ভিতরে বাহিরে l

জিয়াউল হক পলাশ–দুঃখিত l

তৌসিফ মাহবুব–লাভ রেইন l

মুশফিক ফারহান–মাস্তান l

মোশাররফ করিম–মাথা গরম জামাই।

শাশ্বত দত্ত–বুক পকেটের গল্প

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: মনোনয়নপ্রাপ্ত সেরা আট অভিনেত্রী

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।

সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে

সেরা অভিনেত্রী (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
কেয়া পায়েল–সুন্দরী l

তানজিন তিশা–নরসুন্দরী l

তানজিম সাইয়ারা তটিনী–ভিতরে বাহিরে l

তাসনিয়া ফারিণ–স্মৃতিস্মারকl

মেহজাবীন চৌধুরী–তিথিডোর l

সাদিয়া আয়মান–তখন যখন l

সাফা কবির–টিকিট l

সাবিলা নূর–গোলাম মামুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪:মনোনয়নপ্রাপ্ত সেরা আট নবাগত অভিনয়শিল্পী

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

মনোনয়নপ্রাপ্ত সেরা আট নবাগত অভিনয়শিল্পী

আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।
সেরা নবাগত অভিনয়শিল্পী
জিনাত আরা–সিনপাট l

জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা–সোনার চর l

জেফার রহমান–লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী l

ফারুখ আহমেদ রেহান–আরারাত l

মন্দিরা চক্রবর্তী–কাজলরেখা l

রাই–লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী l

রিফাত বিন মানিক–সিনপাট
সোহেল শেখ–সিনপাট

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: গানে মনোনয়নপ্রাপ্ত সেরা আট

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন

আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।
সেরা গায়িকা
অবন্তী সিঁথি–বেঁচে যাওয়া ভালোবাসা (দেয়ালের দেশ) l

কনা–দুষ্টু কোকিল (তুফান) l

কোনাল–রাজকুমার (রাজকুমার) l

তাসনিয়া ফারিণ–রঙে রঙে রঙিন হব l

দেবশ্রী অন্তরা–লাগে উড়াধুরা (তুফান) l

নন্দিতা–মেঘবালিকা (কাছের মানুষ দূরে থুইয়া) l

ন্যান্‌সি–নিন্দুকে (লিপস্টিক) l

পড়শি–কেমন জানি করে মন (গোলাপ গ্রাম)

সেরা গায়ক
অর্ণব–তাঁতী l

আসিফ আকবর–চিরদিনের জীবনসঙ্গিনী l

ইমরান মাহমুদুল–ভালোবাসি বলে যাও l

তাহসান খান–রঙে রঙে রঙিন হব l

প্রীতম হাসান–লাগে উড়াধুরা (তুফান) l

বালাম–রাজকুমার (রাজকুমার) l

মাহতিম শাকিব–মেঘবালিকা (কাছের মানুষ দূরে থুইয়া l

হাবিব ওয়াহিদ–ফেঁসে যাই (তুফান)

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
January 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2023 Janatarnissash
Theme Dwonload From