মাহি বলেন, ‘বিয়ে করেই মা হয়েছি (হাসি)। কিন্তু এখনো আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি। এরই মধ্যে ভাইরাল হলো, অন্যের মেয়ে আমার। আমি এখন সবাইকে কীভাবে বোঝাব ভাই, ভাইরাল হওয়া মেয়েটি আমার মেয়ে নয়। আমরা সম্প্রতি আর্জেন্টিনার খেলা দেখার জন্য বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’

প্রায় ৯ বছরের বন্ধুত্ব সম্প্রতি বিয়েতে গড়িয়েছে। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি। দুজনের মতের মিল এবং বোঝাপড়া ভালো থাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। মাহি বলেন, ‘বিচ্ছেদ হওয়ার পরে একসময় বিয়ে তো করতেই হতো। যেহেতু তাকে আমার সব দিক থেকে ভালো লেগেছে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। সে–ও মনে করেছে, আমার সঙ্গে বিয়ে হলে সুখী হবে। সেই জায়গা থেকেই আমাদের বিয়ে।’

কিছুদিন ধরেই মাহির বিয়ে নিয়ে নানা জল্পনাকল্পনা হচ্ছিল। সর্বশেষ মাহি ফেসবুকে স্ট্যাটাস দেন, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপরেই গুজব ছড়াতে শুরু করে, তিনি বিয়ে করেছেন। এই নিয়ে মুখ খুলছিলেন না মাহি। এই অভিনেত্রী বলেন, ‘ওর (রাকিব) জন্মদিন আমি জানতাম। পরে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের বিয়েই তার জন্মদিনের উপহার। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে হয়েছে। আমরা আমাদের মতো করে সংসার করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিয়ের পর সোমবার ভোরেই স্বামীকে নিয়ে রাজশাহী চলে যান এই অভিনেত্রী। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ১৭ তারিখ থেকে আবার নিয়মিত শুটিংয়ে ফিরবেন মাহি।