গত ১৬ মার্চ মগবাজার ইস্কাটনস্থ গ্র্যান্ড প্যালেস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো “বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য’র ব্যানারে “মানবিক অবক্ষয়, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও অপসাংস্কৃতিক আগ্রাসন রোধ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান।
মনন আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যাক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী অভিনেতা, পরিচালক, প্রযোজক, কলাকুশলী এবং বহু গুণগ্রাহী। উপস্থিতির মধ্যে জনাবঃ মনোয়ার পাঠান, বাবুুল আহমেদ, আব্দুল আজিজ, শাহেদ শরীফ খান, মুজিবুর রহমান, কাজী নয়ন, শামসুল আলম, লায়ন নজরুল ইসলাম, দীন মোহাম্মদ মন্টু, আশরাফুল আলম বাবলু, হেলাল উদ্দিন হেলাল, রহিম সুমন, হাফিজুর রহমান সুরুজ, শাওন আশরাফ, তরিকুজ্জামান রতন, রাশেদুল ইসলাম রিয়াজ, ফয়েজ উদ্দিন বাবু, সানজানা চৈতী পপি, মনির হোসেন, হারেজ আহমেদ আরিফ, ফরিদুল হাসান, সৈয়দ শাকিল, জুলফিকার চঞ্চল, রাশেদ মামুন অপু, খলিলুুর রহমান কচি সহ শিল্পী সমাজ।
সকলেই সভায় নিপীড়ন বিরোধী বক্তব্য রাখেন এবং ইফতার পরবর্তী মতবিনিময় সভায় সকলেই ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করের দীন মোহাম্মদ মন্টু।