মা শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর। এ নামে সন্তানের প্রাণের তৃষ্ণা মিটে। মায়ের আঁচলে মিশে থাকে যেন বেহেস্তের সুবাস। সেই মায়ের জন্য বছরে একটি বিশেষ দিন মা দিবস। প্রতি বছরের মে মাসের প্রথম রোববারে বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি।
এদিনে মাকে নিয়ে স্মৃতিকথার ঝুলি খুলেছেন নানা অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা।
তাদের একজন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। আমেরিকায় নাগরিকত্বের দাফতরিক প্রয়োজনে বর্তমানে তিনি আছেন মার্কিন মুলুকে। সেখানে বসেই মা দিবসে স্মরণ করলেন মাকে। জানালেন ভালোবাসা ও ধন্যবাদ।
মায়ের সঙ্গে ছবি দিয়ে শাকিব খান লেখেন, ‘আম্মা, সবকিছুর জন্য আমার পক্ষ থেকে আমৃত্যু তোমাকে ধন্যবাদ। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সকল মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।’
এদিকে ঈদুল ফিতরে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শাকিব খানের। তারমধ্যে ‘গলুই’ বেশ ভালো দর্শক পাচ্ছে হলগুলোতে। বিশেষ করে জামালপুরের দর্শক ছবিটি নিয়ে রীতিমত উৎসব করছেন। প্রতিদিন প্রায় হাজার দর্শক ছবিটি উপভোগ করতে আসছেন।