শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধ হোক: রুমানা ইসলাম মুক্তি জনৈকা জেবা আমিনা খান কর্তৃক ফ্ল্যাট দখল, হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও বিচারের দাবি কথিত বিএনপি নেত্রী-প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মব তৈরি করে ফ্ল্যাট দখলের জন্য হামলার অভিযোগ শৃঙ্খলা ভাঙার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি প্রদান মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে আমার খোলা চিঠিঃ অভিনেতা শিমুল খান কুষ্টিয়া’র খোকসা উপজেলাধীন মামুদানীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড রাজবাড়ীতে চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার বদলে গেল ‌‘আ-আম জনতা’ পার্টির নাম

‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’ নির্বাচনের ফল প্রকাশ

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শানু শিবা, অপূর্ব রায়, আজিজ আহমেদ পাপ্পু, শাহ্ মোহাম্মদ আলমগীর বাচ্চু, মো. এনামুল হক শাহ, এম. এ কামাল, মো. আব্দুল্লাহ জোয়াদ, মোজারুল ইসলাম ওবায়েদ, মো. রফিক উদ্দিন, হানিফ আকল দুলাল।

শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে লায়ন এম নজরুল ইসলাম (২৩৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পেয়েছেন ১৪০ ভোট।

এ ছাড়াও অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট।

কার্যকরী সদস্য পদে শানু শিবা (২৮৮ ভোট), অপূর্ব রায় (২৮০ ভোট), আজিজ আহম্মেদ পাপ্পু (২৪৯ ভোট), শাহ মো. আলমগীর বাচ্চু (২৩৬ ভোট), মো. এনামুল হক শাহ্ (২৩৩ ভোট), এম এ কামাল (২২৫ ভোট), মো. আব্দুল্লাহ জোয়াদ (২২২ ভোট), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২১৭ ভোট), মো. রফিক উদ্দিন (২১৬ ভোট), হানিফ আকন দুল্লাল (২০৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ৬২৬ ভোটারের মধ্যে ৪৬৭ জন ভোটার ভোট প্রদান করেন।

প্রযোজক খোরশেদ আলম খসরু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। শনিবার আইইবি’র ওই ভবনে সকাল দশটায় প্রথম অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
July 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© All rights reserved © 2023 Janatarnissash
Theme Dwonload From