গত ১৮ জানুয়ারী বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত “প্রশান্তির মিলনমেলা” অনুষ্ঠিত হয়েছে মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্টে। ঢাকার খুব কাছে গাবতলি – হেমায়েত পুরের মাঝখানে – রাজমহল রিসোর্ট। সুইমিংপুল, প্রশস্ত খেলার মাঠ, বিশাল বাগানসহ আকর্ষণীয় অনেক কিছু । আনন্দে মাতোয়ারা ছিলো সারাদিন সকল অতিথি ও ক্লাবের সদস্যরা।
বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত প্রশান্তির মিলনমেলায় বাংলাদেশের মিডিয়ার সকল শাখার শিল্পী ও কলাকুশলীগণ অংশগ্রহণ ও মিডিয়ার সকল শাখার সকল সদস্যদের সমন্বিত প্রচেষ্টার একটি সফল আয়োজন ছিলো।
আগত অতিথিরা জানান, রাজমহল রিসোর্ট এর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে। মিলনমেলায় আতিথেয়তায় ছিলো না এতোটুকু কমতি। ছোট বড় সবার জন্য ছিলো চমৎকার ইভেন্ট, যা আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সেলফি জোনে সেলফি তোলা বাদ পড়েছে এমন কেউ আছে কিনা, তা এই মহুর্তে মনে পড়ছেনা, সাথে বাদ্যযন্ত্র আর শিল্পীর সুরের ধামাকা, যা একটু হলেও নাচিয়ে তুলেছে উপস্থিত সবাইকে। ছিলো বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র, প্রতিটি ইভেন্টের পুরষ্কার, যা মন কেড়েছে ছোট বড় সবার।
এই সুন্দর আয়োজন মিস করেননি সম্মানিত কয়েকজন বরেণ্য ব্যক্তি। যারা আয়োজনকে আরও উচ্চতায় নিয়ে গেছেন, তারা হলেন – জনাব লায়ন নজরুল ইসলাম চৌধুরী – প্রেসিডেন্ট, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, জনাব ডি এ তায়েব – অভিনেতা, সহ – সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, রুমানা ইসলাম মুক্তি – অভিনেত্রীসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাবের সভাপতি – জনাব আল মামুন অটু, বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক – জনাব ইকবাল শাহরিয়ার, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি, বিনোদনধারা সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার, চিত্র নায়ক সাদমান সমীর, বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিগণ।
বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত “প্রশান্তির মিলনমেলা”র টিডি মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও চ্যানেল এস, প্রিন্ট ও অনলাইন পার্টনার দৈনিক বাংলাদেশ সমাচার ও জনতার নিঃশ্বাস, রেডিও পার্টনার পিপলস রেডিও।