বাংলাদেশের রক সংগীতের জীবন্ত কিংবদন্তি ফারুক মাহফুজ আনাম জেমসের জীবনে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। ভক্তদের চমকে দিয়ে তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি বাবা হয়েছেন। চলতি বছরের জুন মাসে জেমস ও তার স্ত্রী নামিয়া আমিনের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
দীর্ঘদিন ধরে ব্যক্তিজীবন নিয়ে নীরব থাকা এই সংগীতশিল্পী অবশেষে নিজের জীবনের সুখবরটি জানালেন দেশের এক সংবাদমাধ্যমকে। বুধবার (২২ অক্টোবর) দেওয়া সাক্ষাৎকারে জেমস বলেন-
বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা এক অনন্য অভিজ্ঞতা। আল্লাহর কাছে কৃতজ্ঞতা, তিনি আমাকে সুস্থ ও সুন্দর এক সন্তান দান করেছেন।
বাংলাদেশে ব্যান্ডসংগীতের পথিকৃৎ জেমস ‘নগরবাউল’, ‘গুরু’ নামেই বেশি পরিচিত। আশির দশকের শেষভাগ থেকে যাত্রা শুরু করে তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। দীর্ঘ ক্যারিয়ারে ‘মা’, ‘দুখিনি দুঃখ করো না’, ‘যদি তুমি জানতে’, ‘বাবা’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি।
জানা গেছে, এটি জেমসের তৃতীয় বিয়ে। ব্যক্তিগত জীবনের বিষয়ে তিনি বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন। নতুন জীবনের এই অধ্যায়েও তিনি মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করছেন। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনই বর্তমানে সুস্থ আছেন এবং সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে।
ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নগরবাউল গুরু’র এই নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। অনেকে লিখেছেন- জেমসের জীবনের এই নতুন সুর আরও মধুর হয়ে উঠুক- এই কামনাই রইল।