এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’
বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। ২০১৮ সালে শাকিবের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর বুবলীকে বিয়ে করেন শাকিব, তবে তা এত দিন গোপন রেখেছিলেন। সম্প্রতি ছেলে শেহজাদ খান বীরের ছবি ফেসবুকে দিয়ে জানান তার বাবা শাকিব খান, ছেলের বয়স আড়াই বছর।