কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন মামুদানীপুর গ্রামের নরেশ মণ্ডল এর বাড়ির গোয়ালঘরে গতকাল ১৮/০৫/২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খোকসা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫টি গরু পুড়ে মারা যায়। এছাড়াও সেখানে মজুদকৃত শতাধিক মণ পেঁয়াজ পুড়ে নষ্ট হয়ে যায় এবং আগুনে বড় একটি বিচেলি গাদার ক্ষতি সাধন হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক নরেশ মণ্ডল সাংবাদিকদের জানান।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা সম্ভব হয়নি। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে কেউ ঘটিয়েছে কিনা সে ব্যাপারে খোকসা পুলিশ প্রশাসন তদন্ত করছে।


