ওয়ার্নারের কাছে ‘পরিবারই সব’, পগবার চোখে তাঁর মা ‘দ্য বস লেডি’
জ.নি. ডেস্কঃ
প্রকাশ সময়ঃ
সোমবার, ২২ আগস্ট, ২০২২
২৯৯
বার পড়া হয়েছে
ডেভিড ওয়ার্নার
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ১১
৩৪ পূর্ণ করলেন রবার্ট লেভানডফস্কি। জন্মদিনে সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে নামবেন পোলিশ স্ট্রাইকার। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে লেভানডফস্কি লিখেছেন, ‘আজ পরিবারের সঙ্গে থাকতে পারব না, তবে যেটি ভালোবাসি, সেই ফুটবল খেলে দিনটি কাটাব। সবকিছুর জন্য কৃতজ্ঞ। স্বপ্ন দেখা ছাড়বেন না, কঠোর পরিশ্রম করুন, হাল ছাড়বেন না। স্বপ্ন সত্যি হয়।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১১
মাকে পল পগবা সম্বোধন করেছেন ‘দ্য বস লেডি’ হিসেবে। লিখেছেন সেই পরিচিত কথাটিই, ‘ভালোবাসি’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১১
স্ত্রীর সঙ্গে শান্তিময় সকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১১
এ মৌসুমের পর ভবিষ্যৎ কী, এখনো নিশ্চিত হয়নি। ম্যাকলারেন ড্রাইভার ড্যানিয়েল রিকার্ডো অবশ্য গ্রীষ্মকালীন বিরতিটা চুটিয়েই উপভোগ করছেন, এখন তিনি যুক্তরাষ্ট্রে
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১১
উস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত আজহার আলী অবসরটা উপভোগ করছেন ‘রোদ আর সমুদ্রের সান্নিধ্যে’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১১
‘স্ত্রীর প্রতি ভালোবাসা’ জানিয়ে হার্দিক পান্ডিয়ার এই পোস্ট
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১১
মেয়েদের ইচ্ছাতেই বিগব্যাশে ফিরেছেন, এমন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। ১০ বছর পর এ লিগে আবার খেলবেন তিনি, সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি দুই বছরের। থান্ডারের জার্সি গায়ে পরিবারের সঙ্গে এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারই সব’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১১
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন একসঙ্গে। এখন দুজন জাতীয় দলে। জিম্বাবুয়ে-ভারত সিরিজে কুলদীপ যাদবের সঙ্গে এভাবেই সেলফিতে ধরা পড়লেন রায়ান বার্ল
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১১
ইন্টার মায়ামি এফসির মালিকানার অংশীদার তিনি। ডেভিড বেকহাম নিজ দলের খেলা দেখতে গিয়েছিলেন দুই ছেলে রোমিও ও ক্রুজকে নিয়ে। সময়টা খারাপ কাটেনি পিতা-পুত্রদের, টরন্টোকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে মায়ামি
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১১
স্ত্রীর সঙ্গে এ ছবি পোস্ট করে শুধু তাঁকে ট্যাগ করেছেন কেভিন পিটারসেন
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১১
একসময় ছিলেন সতীর্থ। দুজনের দেখা হয়ে গেল এবার ভিন্ন ভূমিকায়। এশিয়া কাপ বাছাইপর্বে ধারাভাষ্য দিচ্ছেন নিয়াল ও’ব্রায়েন, হংকংয়ের কোচ ট্রেন্ট জনস্টন। ও’ব্রায়েন লিখেছেন, ‘ওমানে পুরোনো অধিনায়কের দেখা পেয়ে দারুণ লাগল’