ঘটনাটি নিয়ে রোববার সকালে ওমর সানী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি ততক্ষণ পর্যন্ত নীরব থাকি, যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’
জিয়া চৌধুরী নামের একজন মন্তব্য করেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশক মাতানো প্রিয় নায়ক সুপারস্টার ওমর সানী ভাইয়া।’ আরিফ খান জয় নামের আরেকজন লিখেছেন, ‘সঠিক সময়ে সুন্দর কাজ করছেন। অনেক অনেক ধন্যবাদ, আমার মনের মতো কাজটা করার জন্য।’
ফেসবুক পোস্ট প্রসঙ্গে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি স্ট্যাটাসে যা লিখেছি, দিয়েছি, সেটা মানি। আমি পেছনে কথা বলি না। অনেকেই আছেন, শত্রু-মিত্র দুই জায়গায় গিয়েই ‘ভাই, ‘ভাই’ করেন। এই কাজ করিনি। সোজাসাপটা মানুষ আমি।’
ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রশ্রয় দেবেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। তাই বলে তো বেয়াদবিকে প্রশ্রয় দেব না, কখনোই না। এ ধরনের বেয়াদবিকে সাইজ করা শুরু করলাম, সামনে আরও হবে।’