ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র নিরপেক্ষ নির্বাচন হতে পারে ডিসেম্বরে। আইডিইবি’র ৪৪তম জাতীয় কাউন্সিল অধিবেশন-২০২৫ উপলক্ষে ২৫ অক্টোবর, শনিবার দিনব্যাপী সংগঠণটির কাউন্সিল হলে আয়োজিত আইডিইবি ৪৪-তম জাতীয় কাউন্সিল অধিবেশনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন কর্মসূচীতে অংশ নেয়া নেতা কর্মীরা।
অনুষ্ঠানটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
এসময় সাধারণ সম্পাদক তার বক্তবে বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দলীয় প্রভাবে সংগঠণটি কুক্ষিগত করে। তাদের দাপট বজায় রাখতে গুমের শিকার হন মাঈনুর রহমানসহ নির্বাচনে অংশ নেয়া প্রতিপক্ষের প্যানেলের নেতা কর্মীরা।আসন্ন নির্বাচনে সেধরণের কোন পরিস্থিতি যাতে না হয় এবং দলমত নির্বশেষে যাতে একটি নিরপেক্ষ কমিটি গঠণ করতে পারে সে লক্ষ্যে সরকারের সদয় দৃষ্টি প্রত্যাশা করেন বক্তারা।
