কাজী হায়াৎ। “দি ফাদার” চলচ্চিত্রটি নির্মান করেই ১৯৭৯ সালে জানান দিয়েছিলেন মেধা, মনন এবং ধীশক্তিসম্পন্ন আরও একজন পরিচালক আসছেন। যার কাহিনি, ধারাক্রম কিংবা সংলাপে রয়েছে ভিন্ন এক স্বাতন্ত্র্য।
এর আগে পরিচালক মমতাজ আলী’র সংগে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরুর মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন। আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ ছবিরও সহকারী পরিচালক ছিলেন তিনি।
সামাজিক অঙ্গীকার এবং সাধারণ দর্শকদের বিনোদন চাহিদার অদ্ভুত সমন্বয় ঘটান তিনি, তাঁর পরবর্তী ছবিগুলোতে। অর্ধ শতাধিক ছবি বানিয়েছেন তিনি। প্রযোজনাও করেছেন। প্রতিটি ছবিতেই সাধারণ বিনোদনের পাশাপাশি, সমসাময়িক সামাজিক অসংগতি ও প্রতিবাদ বা উত্তরণের দিক নির্দেশনা বিধৃত হয়েছে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন তিনি নিজে। শ্রেষ্ঠ পরিচালকসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন কাজী হায়াৎ। তেহরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং কোরিয়ার পিয়ং ইয়ং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তাঁর ছবি। পেয়েছেন একাধিক বাচসাস পুরস্কার। বিভিন্ন সংগঠনের পদক, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন প্রায় ৭০ টি।
কাজী হায়াৎ ১৯৪৭ সালের ১৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শুভেচ্ছা এবং ভালোবাসা ও শ্রদ্ধা কাজী হায়াৎ ভাইয়ের প্রতি।