ঢালিউডে তিন মাস ধরে শোনা যাচ্ছে, দেশের সাত বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে ‘রণ যোদ্ধা’ নামে একটি সিনেমা তৈরি হবে। আর এই ছবিতে মহিউদ্দিন জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এ বিষয়ে নায়ক শাকিব খানের সঙ্গে সোমবার সন্ধ্যায় আলাপে বিষয়টি উড়িয়ে দিলেন তিনি। জানালেন, ‘এখন পর্যন্ত যত দূর জানি, আমি এই ছবিতে থাকছি না।’কথায় কথায় শাকিব জানালেন, ‘মাসখানেক আগে এই ছবির একজন পরিচালক আমার সঙ্গে ছবিটি নিয়ে কথা বলতে এসেছিলেন। তার আগেও দু-একবার কথা হয়েছে। আমি কিন্তু কোনো কিছুই নিশ্চিত করিনি। তাঁদেরকে কোনো কথা দিইনি। এর মধ্যে শুনলাম, আমিও ছবিটি করছি। হঠাৎ করে এমনটা কারা ছড়াল, বুঝলাম না!’ঢালিউডের বর্তমান জনপ্রিয় নায়ক শাকিব খান বলেন, ‘আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে একবারই প্রস্তাব এসেছিল। আমার অফিসে এসে কথা বলেছেন। সবকিছু শুনে আমি সন্তুষ্ট হতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি ছবিটি না করার। এত বড় একটা বিষয় নিয়ে কাজ করতে হলে অনেক প্রস্তুতির দরকার। অনেক বেশি হোমওয়ার্ক করতে হয়। কারণ, বীরশ্রেষ্ঠদের নিয়ে ছবির ক্যানভাস অনেক বড়।