রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। আজ রোববারের এই বিক্ষোভকে কেন্দ্র করে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে রুশ পুলিশ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিক্ষোভ ঠেকাতে রাজধানী মস্কোর মেট্রোস্টেশনগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া তারা রাজধানীর কেন্দ্রস্থলে মানুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণ করছে।
ওভিডি ইনফো নামের একটি এনজিও রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ পর্যবেক্ষণ করে থাকে। ওভিডির ভাষ্য, দ্বিতীয় দফায় রাশিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। এই দফায় এখন পর্যন্ত ৫১৯ জন বিক্ষোভকে আটক করা হয়েছে।
রাজধানী মস্কোয় এখনো বিক্ষোভ শুরু হয়নি। সেখানে আরও পরে বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় দফার বিক্ষোভ সামনে রেখে রুশ পুলিশ নাভালনির বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগীকে আগেই আটক করে। একই সঙ্গে তারা নাভালনির সমর্থকদের বিক্ষোভ না করতে হুঁশিয়ার করে।
রুশ পুলিশ বলে, আজকের বিক্ষোভের জন্য অনুমতি নেওয়া হয়নি। এই বিক্ষোভ অবৈধ। অবৈধ কর্মসূচির বিরুদ্ধে গত সপ্তাহের মতো এবারও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রুশ পুলিশ বলে, এ ধরনের বিক্ষোভ করোনা ছড়াতে পারে।
কিন্তু নাভালনি-সমর্থকেরা পুলিশের হুমকি-ধমকি উপেক্ষা করে রাজপথে নেমেছেন। তাঁদের নাভালনির মুক্তি দাবির পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।