গতকাল ৩০ জানুয়ারী ২০২১ ইং রোজ শনিবার, পূর্ব রামপুরাস্থ ‘বাঙালী সাংস্কৃতিক পরিষদ’ এর সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে। কিছু স্বপ্নবাজ সাংস্কৃতিমনা মানুষের প্রাণের সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবা মূলক প্রতিষ্ঠান “বাঙালী সাংস্কৃতিক পরিষদ” (বাসাপ) এর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর আনন্দঘন পনিবেশের মধ্য দিয়ে। বর্তমানে ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। সে সুযোগ কাজে লাগিয়ে সদস্যবৃন্দ তাদের পছন্দের প্রদিনিধি নির্বাচনের জন্য ৬০ জন সদস্য উপস্থিত হয়ে ভোট দেন।
এবারের নির্বাচনে সংগঠনের গুরুত্বপূর্ণ ৫টি পদের জন্য প্রার্থী তাদের নমিনেশন দাখিল করেন এবং প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি পদের জন্য লড়াই করেন ৩ জন প্রার্থী। এরা হলেন মোঃ মোস্তফা কামাল (হারমোনিয়াম প্রতীক), মোঃ শহীদুল ইসলাম শহীদ (তবলা প্রতীক) ও মোঃ আলমাস সরদার (গীটার প্রতীক)। ৬০ ভোটের মধ্যে ৪১ ভোট পেয়ে মোঃ শহীদুল ইসলাম শহীদ নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দি মোঃ মোস্তফা কামাল পান ১৬ ভোট ও মোঃ আলমাস সরদার পান ২ ভোট। ১টি ভোট বাজেয়াপ্ত হয়। সভাপতি পদে খুব সহজেই নির্বাচিত হন মোঃ শহীদুল ইসলাম শহীদ তবে, সাধারণ সম্পাদক পদের জন্য দুইজন প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন মোঃ শামছুল হক জুয়েল (শাপলা ফুল প্রতীক) ও মোঃ নাজমুল হাসান (গোলাপ ফুল প্রতীক)। মাত্র ১ ভোটের ব্যাবধানে পুনরায় নির্বাচিত হন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক জুয়েল ৩০ ভোট পেয়ে এবং প্রতিদ্বন্দি মোঃ নাজমুল হাসান পান ২৯ ভোট। ১টি ভোট বাজেয়াপ্ত হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল ইসলাম জহির (মোরগ প্রতীক), দপ্তর সম্পাদক পদে এস আলম সনেট (কবুতর প্রতীক) ও কোষাধ্যক্ষ পদে একজন সদস্য নমিনেশন নিলেও ভোটের লড়াইয়ে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে সংগঠনের সদস্য মোঃ বাদশা এর নেত্রীত্বে জনাব মোঃ শ্যামল, জনাব পিয়াস ও মুফতি রিয়াজ আহমেদ নির্বাচন কমিশনারের সুশৃঙ্খল ও প্রত্যাশিত দ্বায়িত্ব পালন করেন নির্ধারিত সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সংগঠনের সদস্য ফরিদুল আলম ফরিদ (সম্পাদক, জনতার নিঃশ্বাস), কাউসার আলম (নির্বাহী সম্পাদক, জনতার নিঃশ্বাস) ফিরোজ আলম (রিপোর্টার, এফ টিভি) ও হাসান মাহমুদ (সাবেক সভাপতি, বিএসপি) সর্বক্ষণ নির্বাচনী কার্যক্রম সুসম্পন্ন হতে সহযোগিতা করেন।
‘বাঙালী সাংস্কৃতিক পরিষদ’ এর সাধারণ নির্বাচন ২০২১ এর নির্বাচনে ৪ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হলেও ২১ সদস্য বা ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকারী কমিটি গঠন করা হয়নি। শীঘ্রই নির্বাচিত ৪ জনের নেতৃত্বে টেকনোকেট নিয়মে কার্যকারী কমিটির বাকি সদস্য নির্বাচন করবেন বলে জানা যায়।