ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের তারিখ ১৬ জানুয়ারি। নির্বঅচনের দিন যতই এগিয়ে আসছে প্রচার প্রচারণা ততই জমে উঠেছে। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণার ঝড়। প্রচারের জোয়ারে বোয়ালমারী শহর এখন পোস্টার আর মাইকের নগরী হয়ে ওঠেছে।
সোমবার বিকেলে উপজেলা মাল্টি পারপাস অডিটরিয়ামের সামনে নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন কে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালমারী পৌর আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে।
জনসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ হোমিও প্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, নৌকা মার্কার মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা জগ মার্কা নিয়ে মাঠে থাকলেও কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী আ: শুকুর শেখ।