নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হোসেন টুটুল। রোববার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এসব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।