রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম ইশাকুল ইসলাম (২২)। তার বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা মহল্লায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃতরা হলেন- নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)। এদের মধ্যে ফয়সাল রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। তুহিন শনিবার বিকাল ৪টার দিকে এবং মুন রাত ৮টায় মারা যান।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করে। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জনের মৃত্যু হলো। রাজশাহী মেডিকেল কলেজ মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।