ফেনীতে দেয়াল চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।রোবাবার সকালে পৌর শহরের নাজির রোড এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মহিবুল হকের ছেলে।
পুলিশ জনতার নিঃশ্বাসকে জানায়, সকালে ভবনের ফ্লোর ঢালাইয়ের জন্য মাটিতে খাদ করছিলেন কয়েক শ্রমিক। তখন পাশের সীমানা প্রাচীর ধসে তাদের উপড় আছড়ে পড়ে।এতে ঘটনাস্থলে হাবিবুর রহমান নামে এক শ্রমিক মারা যান। আহত হন আরিফ হোসেনসহ অজ্ঞ