
নওয়াজ মনে করেন, অল্প বাজেটে তৈরি ভালো সিনেমা কখনো ফ্লপ হয় না। তাঁর মতে, সিনেমার বাজেট যখন তার সীমা অতিক্রম করবে, তখন সেই সিনেমা ফ্লপ হবেই। তিনি বলেন, অভিনেতা, পরিচালক ও গল্প লেখক অসফল হন না, যদি না ছবির বাজেট তার নির্দিষ্ট পরিমাণ অর্থকে ছাড়িয়ে যায়।
নওয়াজ আরও বলেন, অর্থ সব সময় ছোটে ভালো গল্পের পেছনে। যার কাছে ভালো একটা চিত্রনাট্য থাকবে, প্রযোজকেরা তার পেছনে অর্থ ব্যয় করেন। একটা ভালো গল্প একটা ছবি সুপারহিট করতে পারে। এ কারণে চিত্রনাট্যকারদের ভালো গল্পের ওপর জোর দিতে বলেন তিনি।

অনেক তারকা পারিশ্রমিকের পাশাপাশি ছবির আয়ের লভ্যাংশ থেকেও ভাগ পান। এ নিয়ে নওয়াজের মন্তব্য, শিল্পীর কাছে শিল্পের গুরুত্বই সবচেয়ে বেশি হওয়া উচিত। তিনি মনে করেন, ছবির আয়–ব্যয়ের হিসাব দেখবেন প্রযোজক। এ বিষয়ে একজন অভিনেতার ভাবা উচিত নয়। আর এই ভাবনাকে শিল্পের দুর্নীতি হিসেবে মনে করেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত এই অভিনেতা।

কিছুদিন আগেই নওয়াজুদ্দিন তাঁর নতুন ছবি ‘হাড্ডি’র লুক প্রকাশ করে চমকে দিয়েছিলেন সবাইকে। অজয় শর্মা পরিচালিত এ ছবিতে বৃহন্নলা চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।