রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে। গত (১৩ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে
তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন ভান্ডারা এলাকার আব্দুল হাকিমের ছেলে আবু হেনা মোস্তফা(৩৫) ও জামাল উদ্দিনের ছেলে লিটন (৩০)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনে মামলা করে
জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।