রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘আজীবন সম্মাননায়’ ভূষিত হচ্ছেন ডলি জহুর, চঞ্চল মাহমুদ ও মুনমুন আহমেদ বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ অভিনেত্রী কান্তা বৃষ্টি’র মিডিয়ার পথ চলা দীর্ঘদিন পরে মঞ্চ নাটকে কৌতুক অভিনেতা উত্তম অধিকারী মেহেন্দিগঞ্জে ব্যারিষ্টার এ এম মাছুম এর দেওয়া সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত কৃতি শিক্ষার্থীরা ব্যারিষ্টার এ. এম মাছুম এর মহতি উদ্যােগে মেহেন্দিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কারের আয়োজন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হউন মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় ড. শাম্মি আহমেদ নাট্যজন শ্যামল অধিকারী পদক অনুষ্ঠান ও দুই বাংলার কবিদের মিলনমেলা জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

যে যাই ভাবুকনা কেন, চেতনাতে বঙ্গবন্ধু; “নির্মম আগস্ট” গানটি প্রসঙ্গে শিল্পী কাশেম হায়দার

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে কন্ঠশিল্পী কাশেম হায়দার তাঁর প্রযোজনা প্রতিষ্টান অন্নেষা মিউজিক থেকে প্রকাশ করলেন তাঁরই লেখা ও সুর করা একটি গান। গানের শিরোনাম “নির্মম আগস্ট”। সংগীত পরিচালনা করেছেন মেহেদি হাসান। সম্পাদনা ও পরিচালনা করছেন নির্মাতা ফরিদুল আলম ফরিদ।
গানটিতে ১৫ আগস্ট এর নির্মম হত্যার স্বীকার হওয়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার বর্তমান সমাজ ব্যবস্থার অশুভ কালো শক্তি ও লুটেরাদের বিরুদ্ধে সোচ্ছার হবার তাগিদ দিয়েছেন সুরে ছোঁয়া দিয়ে। গানটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও চেতনার কথা অকপটে স্বীকার করেছেন শিল্পী।
যে যাই ভাবুকনা কেন, চেতনাতে বঙ্গবন্ধু; “নির্মম আগস্ট” গানটি প্রসঙ্গে শিল্পী কাশেম হায়দার এভাবেই ব্যাখ্যা করেন।

কন্ঠশিল্পী কাশেম হায়দার

“নির্মম আগস্ট” গানটি লেখা, সুর করা ও নিজেই তাতে কন্ঠ দেয়া প্রসঙ্গে শিল্পী কাশেম হায়দার বলেন, আমি কোন দলকে প্রশংসিত করার জন্য বা কোন দল বা মতকে খাটো করার জন্য এই গানটি লিখিনি। গানটি লিখেছি শুধু মাত্র বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে। বঙ্গবন্ধু কোন একক সম্পদ নয়। তিনি জাতীয় সম্পদ।দলকে নিয়ে যে যাই ভাবুকনা কেন, চেতনাতে বঙ্গবন্ধু। তাই বাঙালি জাতীর জনক/অভিভাবক আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে আমার এই গান লিখা সুর করা এবং গাওয়া।
প্রশ্নঃ এ দেশ চালাবে কে তাতে মাথা ব্যথা নাই বঙ্গবন্ধুর মান সবার উপরে চাই, কথাটি কেন লিখলেন/গাইলেন?
উওরঃ কথাটি সহজ, গুনের কদর না থাকলে গুনিজন তৈরী হয়না, গুনিজনের মান ধারাবাহিক ভাবে থাকলে হয়তো দেশ, জাতী সমাজের মধ্যে এতো বিবাধ হতোনা, আমরা সবাই সমাজের দেশের জাতীর সকল গুনি জনকে সম্মান করি, হয়তো দেশের শান্তি আরও বেড়ে যাবে।
“নির্মম আগস্ট” গানটির ইউটিউব লিংক দেয়া হলো-
https://www.youtube.com/watch?v=mrkHI9pyiQA

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
September 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031