আজ ১৫ জুলাই বিকেলে সংঘটিত বর্বরোচিত এ হামলায় আওয়ামী লীগের প্রায় ২০ জন আহত হয়েছে এবং বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ব্যাপক ভাংচুর করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহতরা হলেন নুর ইসলাম ফকির (৫০), জাফর মিয়া (২৪), ডানু শেখ (৭০), ইসমাইল মোল্যা (১৩), আরজু মাতুব্বর (৪০), জাফর মিয়া (৭০), আফসার ভুইয়া (৬০), জাহাঙ্গীর মোল্যা (৫০), পান্নু মাতুব্বর (৫২), বিল্লাল হোসেন (৬৫), টুটুল শেখ (৩৩) ও রফিকুল ইসলাম (২৬) চিকিৎসাধীন রয়েছে।