বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘আজীবন সম্মাননায়’ ভূষিত হচ্ছেন ডলি জহুর, চঞ্চল মাহমুদ ও মুনমুন আহমেদ বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ অভিনেত্রী কান্তা বৃষ্টি’র মিডিয়ার পথ চলা দীর্ঘদিন পরে মঞ্চ নাটকে কৌতুক অভিনেতা উত্তম অধিকারী মেহেন্দিগঞ্জে ব্যারিষ্টার এ এম মাছুম এর দেওয়া সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত কৃতি শিক্ষার্থীরা ব্যারিষ্টার এ. এম মাছুম এর মহতি উদ্যােগে মেহেন্দিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কারের আয়োজন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হউন মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় ড. শাম্মি আহমেদ নাট্যজন শ্যামল অধিকারী পদক অনুষ্ঠান ও দুই বাংলার কবিদের মিলনমেলা জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

প্রথম দিন ৭৫ ওভারে ৫০৬ রান, নতুন বিশ্ব রেকর্ড পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে
ওপেনিং জুটিতে ৩৫.৪ ওভারে ২৩৩ রান যোগ করেন বেন ডাকেট (বাঁয়ে) ও জ্যাক ক্রলি

ডাকেট-ক্রলির পর সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক (বাঁয়ে) ও ওলি পোপও

ডাকেট-ক্রলির পর সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক (বাঁয়ে) ও ওলি পোপও

ক্রলির সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছিলেন ছয় বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা ডাকেট। তবে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম জুটির প্রথম বিদেশ সফরের প্রথম দিনে ছাপ রাখলেন এই বাঁহাতি ওপেনারও। প্রথম সেশনে ২৭ ওভারেই ইংল্যান্ড তুলে ফেলে ১৭৪ রান। টেস্টের প্রথম সেশনে ইংল্যান্ডের সেটিই সর্বোচ্চ স্কোর। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ক্রলি সেঞ্চুরি থেকে ৯ রান দূরে দাঁড়িয়ে ছিলেন, ডাকেট অপরাজিত ছিলেন ৭৭ রানে।

স্কোর ম্যাচ ভেন্যু মৌসুম
৫০৬ ইংল্যান্ড (৫০৬/৪)-পাকিস্তান রাওয়ালপিন্ডি ২০২২-২৩
৪৯৪ অস্ট্রেলিয়া (৪৯৪/৬)-দক্ষিণ আফ্রিকা সিডনি ১৯১০-১১
৪৮২ অস্ট্রেলিয়া (৪৮২/৫)-দক্ষিণ আফ্রিকা অ্যাডিলেড ২০১২-১৩
৪৭৫ অস্ট্রেলিয়া (৪৭৫/২)-ইংল্যান্ড ওভাল ১৯৩৪
৪৭১ ইংল্যান্ড (৪৭১/৮)-ভারত ওভাল ১৯৩৬

ক্রলি ও ডাকেট ফেরেন পরপর দুই ওভারে। দুজনকেই ফিরিয়েছেন অভিষিক্ত দুজন। জাহিদ মাহমুদের বলে এলবিডব্লু হন ডাকেট, পাকিস্তান সে উইকেট পায় রিভিউ নিয়ে। ক্রলি বোল্ড হন হারিস রউফের রিভার্স সুইংয়ে। ১১০ বলে ১০৭ রানের ইনিংসে ১৫টি চার মেরেছেন ডাকেট, ২১ চারে ১১১ বলে ১২২ রান ক্রলির।

দিনের খেলা শেষে...

দিনের খেলা শেষে…

২ ওভারের মধ্যে ফিরে গেছেন দুজন থিতু ব্যাটসম্যান, তবে তাতে কিছু যায় আসেনি। মুখোমুখি তৃতীয় বলেই রিভার্স সুইপে চার মেরেছেন ওলি পোপ, জাহিদের ওই ওভারে মেরেছেন আরও ২ চার। ইংল্যান্ডের বাউন্ডারি-উৎসবে ‘ম্লান’ ছিলেন জো রুটই। ৩১ বলে ২৩ রানের ইনিংসে মেরেছেন ৩টি চার, জাহিদকে সুইপ করতে গিয়ে হয়েছেন এলবিডব্লু। পোপের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৫৫ বলে ৫১ রান।

পাকিস্তানের ওপর এরপর চড়াও হন পোপ ও হ্যারি ব্রুক। ইংল্যান্ডের রানের গতি আটকাতে না পেরে পার্ট-টাইম বোলার সৌদ শাকিলকে এনেছিলেন বাবর আজম, এ বাঁহাতি স্পিনারের করা ৬৮তম ওভারে ব্রুক মেরেছেন ৬টি চার! পোপের সেঞ্চুরি অবশ্য হয়ে গেছে তার আগেই, ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেতে তাঁর লেগেছে ৯০ বল। ব্রুকের লেগেছে ৮০ বল। ১২০ বছর আগে গিলবার্ট জেসপ ৭৬ বলে করেছিলেন সেঞ্চুরি, ব্রুক আরেকটু হলে ইংল্যান্ডের সে রেকর্ড ভেঙে দিতে পারতেন। সেটি না হলেও ঝড় থামেনি। মোহাম্মদ আলীর বলে এলবিডব্লু হয়ে পোপ ফিরেছেন ১০৪ বলে ১৪ চারে ১০৮ রান করে। অধিনায়ক বেন স্টোকস দিন শেষে অপরাজিত ১৫ বলে ৩৪ রান করে।

ক্রিকভিজের ডেটা অনুযায়ী, আজ মুখোমুখি বলগুলোর ৬৪ শতাংশেই আক্রমণ করেছে ইংল্যান্ড। বল বাই বল ডেটা সংরক্ষণ করার পর থেকে কোনো ইনিংসে যেটিই সর্বোচ্চ। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন পাকিস্তান বোলাররা। আজ সবচেয়ে কম ইকোনমি যাঁর, সেই আলীও ওভারপ্রতি দিয়েছেন ৫.৬৪ করে রান।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
September 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031