গানের এই মানুষদের নিয়ে আলোচনার এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে রফিকুল আলম বলেন, ‘বাংলা গান কত দূর বিস্তৃত হয়েছে, এ নিয়ে আজকাল আলোচনা হয় না। আলোচনা হয় এখনকার ছেলেমেয়েদের গান ভালো হয় না তা নিয়ে।’
মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা করা হবে কামাল লোহানী, আবদুল লতিফ ও অজিত রায়কে নিয়ে।