
প্রতিবাদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত চলচ্চিত্র “গলুই”এর প্রদর্শনী বন্ধ করেছে জামাল পুরের ডিসি মহোদয় !! করতেই পারেন সেটা তার নিতিমালার মধ্যে পড়লে। ঈদের চলচ্চিত্র গুলো যেখানে এই দুঃসময়ে কাটিয়ে চলচ্চিত্র শিল্প বাঁচানোর চেষ্ঠা করছে সেখানে এই সামান্য অজুহাতে (শিল্পকলা একাডেমীতে সিনেমা প্রদর্শনী করা যাবেনা) প্রদর্শনী বন্ধ করা উচিত হয়েছে?
প্রথমত এর তীব্র প্রতিবাদ জানাই। বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ঠ সকল মহল।
চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রান) বলেন, আমি যতটুকু জানি শিল্পকলা একাডেমীর অনুমতি নিয়েই চলচ্চিত্রটির প্রদর্শনের আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা।
দ্বিতীয়ত শিল্পকলা একাডেমী কার জন্য? বিনোদন শিল্পের সর্বোচ্চ শিল্প যেখানে চলচ্চিত্র, সেখানে একটি সরকারী অনুদান পাওয়া চলচ্চিত্র রানিং শো বন্ধ করে দেয়া কতটা যৌক্তিক?
আমার মনে হয় চলচ্চিত্র প্রেমী সকল মামুষের এই বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত…


সূত্রঃ কবিরুল ইসলাম রানা’র ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত।