সম্প্রতি প্রকাশ পেয়েছে এম এন্ড টি দেশ মিউজিক ইউটিউব চ্যানেলে মিলন হাসানের লেখা শফি মন্ডলের কন্ঠে ‘মাগো’ শিরোনামে গানটি।সুর ও মিউজক করেছেন শফি মন্ডল নিজেই। মডেল হিসাবে ছিলেন – মিলন হাসান,তানজিকা আমিন,আদিয়ান,আয়ায, তাহমিনা ও শারমীন।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তারেক হাসান । কন্ঠশিল্পী শফি মন্ডল বলেন, ‘মাগো’ গানটির শিরোনামটিই আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। গীতিকার মিলন হাসানের সঙ্গে আবারও কাজ করা হলো।
গানের কথা গুলো ভীষণ মায়াবি একটি ছোঁয়া আছে। গানটির মধ্যে ভালোবাসা ভালোবাসা ভাব। সব মিলিয়ে একটি চমৎকার গান হয়েছে। সব মিলিয়ে গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।জানি দর্শকদের ভালো লাগবে। গীতিকার মিলন হাসান বলেন, ‘মাগো’ গানটি প্রকাশ পেয়েছে।
আমি মাকে ভালোবেসে তার কথা মাথায় রেখেই গানটির কথা লিখেছি। জানিনা কতটা মায়ের ভালোবাসাকে ঘিরে লিখতে পারছি।গীতিকার হিসেবে আমি অতি সাধারণ। আশা করছি দর্শকের মনে জায়গা করে নিবে ‘মাগো’ গানটি।