আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্তমান সময়ের ব্যস্ততম মেধাবী গীতিকার ও সুরকার শেখ কামাল হোসেন এর সুন্দর দুটি গান, গান দুটি গানের হাট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গান দুটির শিরোনাম ‘গরম চা’ ও ‘বেহায়া নাগর’। গরম চা গানের সুরকার মান্নান মোহাম্মদ, কণ্ঠশিল্পী সৈয়দা নাহিয়া। বেহায়া নগর গানের কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সালমা ও স্পর্শ শিপলু।
বেহায়া নগর গানটি সুর করেছেন গীতিকার নিজেই। গরম চা গান সম্পর্কে কণ্ঠশিল্পী সৈয়দা নাহিয়া বলেন, এই গানটি গাওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি শ্রোতা দর্শকদের ভালো লাগবে। বেহায়া নগর গানটি সম্পর্কে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা বলেন, শ্রদ্ধেয় গীতিকার শেখ কামাল হোসেন ভাইয়ের এটি একটি অনবদ্য সৃষ্টি। কণ্ঠশিল্পী স্পর্শ শিপলু বলেন, বেহায়া নগর গানটি গেয়ে আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
উল্লেখিত দুটি গানের মডেল হয়েছেন নবাগতা অভিনেত্রী, মডেল ঋতু তালুকদার ও মডেল তপু । গান দুটিতে মডেল হওয়া প্রসঙ্গে ঋতু তালুকদার বলেন, একই সাথে দুটি গানের মডেল হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। গান দুটি এবারের ঈদে “গানের হাট” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। দর্শকদের ভালো লাগাই আমার একান্ত কাম্য।
পরিশেষে গান দুটির গীতিকার শেখ কামাল হোসেন শ্রোতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বলেন, গান দুটি সকল শ্রোতা দর্শকদের ভালো লাগবে। গান শোনা এবং গানের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। সকল দর্শকদের অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক।