রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘আজীবন সম্মাননায়’ ভূষিত হচ্ছেন ডলি জহুর, চঞ্চল মাহমুদ ও মুনমুন আহমেদ বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ অভিনেত্রী কান্তা বৃষ্টি’র মিডিয়ার পথ চলা দীর্ঘদিন পরে মঞ্চ নাটকে কৌতুক অভিনেতা উত্তম অধিকারী মেহেন্দিগঞ্জে ব্যারিষ্টার এ এম মাছুম এর দেওয়া সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত কৃতি শিক্ষার্থীরা ব্যারিষ্টার এ. এম মাছুম এর মহতি উদ্যােগে মেহেন্দিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কারের আয়োজন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হউন মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় ড. শাম্মি আহমেদ নাট্যজন শ্যামল অধিকারী পদক অনুষ্ঠান ও দুই বাংলার কবিদের মিলনমেলা জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

‘অরেঞ্জ ক্যাপ’ বাটলারের, চাহাল জিতলেন ‘পার্পল ক্যাপ’

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

আইপিএলের প্রতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক পান ‘অরেঞ্জ ক্যাপ’ আর সর্বোচ্চ উইকেটশিকারি ‘পার্পল ক্যাপ’।

ব্যাট হাতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে এবারের আসরের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। আর বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ‘পার্পল ক্যাপ’ পেয়েছেন একই দলের স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল।

রান সংগ্রহে বাটলারের ধারেকাছেও কেউ নেই। দুই নম্বরে আছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ১৫ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৪ হাফসেঞ্চুরিসহ ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৩৮।

তিন নম্বরে আছেন লখনৌর আরেক ব্যাটার কুইন্টন ডি কক। ১৫ ম্যাচে ১ সেঞ্চুরি আর ৩ হাফসেঞ্চুরিতে ৩৬.২৮ গড়ে ৫০৮ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৪৮.৯৭।

১৫ ম্যাচে ৪৮৭ রান নিয়ে রান সংগ্রাহকদের তালিকায় চারে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর ১৬ ম্যাচে ৪৮৩ নিয়ে পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন তারই সতীর্থ শুভমান গিল।

১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সেরা বোলিং ৫/১৮। ইকোনমি ৭.৫৪।

১৩ ম্যাচে ২৩ উইকেট শিকার করে তিন নম্বরে পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদা। সেরা বোলিং ৪/৩৩। ইকোনমি ছিল ৮০৪৫।

এছাড়া ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক চার আর সমান ম্যাচে ২১ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদ্বীপ যাদব পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন।

দিল্লিতে খেলা বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৮ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩/১৮। ইকোনমি ছিল ৬.৬২।

সেরা ১০ রান সংগ্রাহক

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ১০০ ৫০
জস বাটলার ১৭ ৮৬৩ ১১৬ ৫৭.৫৩ ১৪৯.০৫ ৮৩ ৪৫
লোকেশ রাহুল ১৫ ৬১৬ ১০৩* ৫১.৩৩ ১৩৫.৩৮ ৪৫ ৩০
কুইন্টন ডি কক ১৫ ৫০৮ ১৪০* ৩৬.২৮ ১৪৮.৯৭ ৪৭ ২৩
হার্দিক পান্ডিয়া ১৫ ৪৮৭ ৮৭* ৪৪.২৭ ১৩১.২৬ ৪৯ ১২
শুভমান গিল ১৬ ৪৮৩ ৯৬ ৩৪.৫০ ১৩২.৩২ ৫১ ১১
ডেভিড মিলার ১৬ ৪৮১ ৯৪* ৬৮.৭১ ১৪২.৭২ ৩২ ২৩
ফ্যাফ ডু প্লেসি ১৬ ৪৬৮ ৯৬ ৩১.২০ ১২৭.৫২ ৪৯ ১৩
শিখর ধাওয়ান ১৪ ৪৬০ ৮৮* ৩৮.৩৩ ১২২.৬৬ ৪৭ ১২
সাঞ্জু স্যামসন ১৭ ৪৫৮ ৫৫ ২৮.৬২ ১৪৬.৭৯ ৪৩ ২৬
দিপক হুদা ১৫ ৪৫১ ৫৯ ৩২.২১ ১৩৬.৬৬ ৩৬ ১৮

সেরা ১০ উইকেট শিকারী

খেলোয়াড় ম্যাচ রান উইকেট  সেরা গড় ইক. রেট
ইয়ুজবেন্দ্র চাহাল ১৭ ৫২৭ ২৭ ৫/৪০ ১৯.৫১ ৭.৭৫
ওয়ানিদু হাসারাঙ্গা ১৬ ৪৩০ ২৬ ৫/১৮ ১৬.৫৩ ৭.৫৪
কাগিসো রাবাদা ১৩ ৪০৬ ২৩ ৪/৩৩ ১৭.৬৫ ৮.৪৫
উমরান মালিক ১৪ ৪৪৪ ২২ ৫/২৫ ২০.১৮ ৯.০৩
কুলদিপ যাদব ১৪ ৪১৯ ২১ ৪/১৪ ১৯.৯৫ ৮.৪৩
জস হ্যাজেলউড ১২ ৩৭৭ ২০ ৪/২৫ ১৮.৮৫ ৮.১০
মোহাম্মদ শামি ১৬ ৪৮৮ ২০ ৩/২৫ ২৪.৪০ ৮.০০
হার্শাল প্যাটেল ১৫ ৪১০ ১৯ ৪/৩৪ ২১.৫৭ ৭.৬৬
রশিদ খান ১৬ ৪২১ ১৯ ৪/২৪ ২২.১৫ ৬.৫৯
প্রাসিদ কৃষ্ণা ১৭ ৫৫১ ১৯ ৩/২২ ২৯.০০ ৮.২৮

 

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
September 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031