বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’ নির্বাচনের ফল প্রকাশ জনতার নিঃশ্বাস পরিবার আলিফ নয়, আগামীকাল বালাকের সাথে অনন্যার বিয়ে ১৬ই ডিসেম্বর থেকে প্রো অ্যাকটিভ হাসপাতালে চালু হয়েছে প্রো অ্যাকটিভ ক্যান্সার সেন্টার খুলনা সমিতি ঢাকার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত সরকারের আস্থা যাচাইয়ে গণভোট এখন সময়ের দাবি: সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ টাঙ্গাইলে ‘ভিসতা কৃষক-বিনোদন’ অনুষ্ঠানের চিত্র ধারণ আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট ‘৮৪০’, বললেন নির্মাতা ফারুকী রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

‘অরেঞ্জ ক্যাপ’ বাটলারের, চাহাল জিতলেন ‘পার্পল ক্যাপ’

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ৩০ মে, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

আইপিএলের প্রতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক পান ‘অরেঞ্জ ক্যাপ’ আর সর্বোচ্চ উইকেটশিকারি ‘পার্পল ক্যাপ’।

ব্যাট হাতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে এবারের আসরের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। আর বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ‘পার্পল ক্যাপ’ পেয়েছেন একই দলের স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল।

রান সংগ্রহে বাটলারের ধারেকাছেও কেউ নেই। দুই নম্বরে আছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ১৫ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৪ হাফসেঞ্চুরিসহ ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৩৮।

তিন নম্বরে আছেন লখনৌর আরেক ব্যাটার কুইন্টন ডি কক। ১৫ ম্যাচে ১ সেঞ্চুরি আর ৩ হাফসেঞ্চুরিতে ৩৬.২৮ গড়ে ৫০৮ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৪৮.৯৭।

১৫ ম্যাচে ৪৮৭ রান নিয়ে রান সংগ্রাহকদের তালিকায় চারে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর ১৬ ম্যাচে ৪৮৩ নিয়ে পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন তারই সতীর্থ শুভমান গিল।

১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সেরা বোলিং ৫/১৮। ইকোনমি ৭.৫৪।

১৩ ম্যাচে ২৩ উইকেট শিকার করে তিন নম্বরে পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদা। সেরা বোলিং ৪/৩৩। ইকোনমি ছিল ৮০৪৫।

এছাড়া ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক চার আর সমান ম্যাচে ২১ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদ্বীপ যাদব পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন।

দিল্লিতে খেলা বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৮ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩/১৮। ইকোনমি ছিল ৬.৬২।

সেরা ১০ রান সংগ্রাহক

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ১০০ ৫০
জস বাটলার ১৭ ৮৬৩ ১১৬ ৫৭.৫৩ ১৪৯.০৫ ৮৩ ৪৫
লোকেশ রাহুল ১৫ ৬১৬ ১০৩* ৫১.৩৩ ১৩৫.৩৮ ৪৫ ৩০
কুইন্টন ডি কক ১৫ ৫০৮ ১৪০* ৩৬.২৮ ১৪৮.৯৭ ৪৭ ২৩
হার্দিক পান্ডিয়া ১৫ ৪৮৭ ৮৭* ৪৪.২৭ ১৩১.২৬ ৪৯ ১২
শুভমান গিল ১৬ ৪৮৩ ৯৬ ৩৪.৫০ ১৩২.৩২ ৫১ ১১
ডেভিড মিলার ১৬ ৪৮১ ৯৪* ৬৮.৭১ ১৪২.৭২ ৩২ ২৩
ফ্যাফ ডু প্লেসি ১৬ ৪৬৮ ৯৬ ৩১.২০ ১২৭.৫২ ৪৯ ১৩
শিখর ধাওয়ান ১৪ ৪৬০ ৮৮* ৩৮.৩৩ ১২২.৬৬ ৪৭ ১২
সাঞ্জু স্যামসন ১৭ ৪৫৮ ৫৫ ২৮.৬২ ১৪৬.৭৯ ৪৩ ২৬
দিপক হুদা ১৫ ৪৫১ ৫৯ ৩২.২১ ১৩৬.৬৬ ৩৬ ১৮

সেরা ১০ উইকেট শিকারী

খেলোয়াড় ম্যাচ রান উইকেট  সেরা গড় ইক. রেট
ইয়ুজবেন্দ্র চাহাল ১৭ ৫২৭ ২৭ ৫/৪০ ১৯.৫১ ৭.৭৫
ওয়ানিদু হাসারাঙ্গা ১৬ ৪৩০ ২৬ ৫/১৮ ১৬.৫৩ ৭.৫৪
কাগিসো রাবাদা ১৩ ৪০৬ ২৩ ৪/৩৩ ১৭.৬৫ ৮.৪৫
উমরান মালিক ১৪ ৪৪৪ ২২ ৫/২৫ ২০.১৮ ৯.০৩
কুলদিপ যাদব ১৪ ৪১৯ ২১ ৪/১৪ ১৯.৯৫ ৮.৪৩
জস হ্যাজেলউড ১২ ৩৭৭ ২০ ৪/২৫ ১৮.৮৫ ৮.১০
মোহাম্মদ শামি ১৬ ৪৮৮ ২০ ৩/২৫ ২৪.৪০ ৮.০০
হার্শাল প্যাটেল ১৫ ৪১০ ১৯ ৪/৩৪ ২১.৫৭ ৭.৬৬
রশিদ খান ১৬ ৪২১ ১৯ ৪/২৪ ২২.১৫ ৬.৫৯
প্রাসিদ কৃষ্ণা ১৭ ৫৫১ ১৯ ৩/২২ ২৯.০০ ৮.২৮

 

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
January 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2023 Janatarnissash
Theme Dwonload From