বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, কুমার শানুর সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা। একই মঞ্চে আমন্ত্রিত ছিলেন চঞ্চল।
ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং। মঞ্চে কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় পরে শাহরুখ খানের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছবি তোলেন চঞ্চল চৌধুরী।
উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত ৩টি সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।